নারায়ণগঞ্জে গৃহবধূ রিতু হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত লুৎফর রহমান
এখন জনপদে
আইন ও আদালত
3

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ নাজমা আক্তার রিতুকে হত্যার অভিযোগে লুৎফর রহমান (৩৩) এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

আজ (সোমবার, ১৮ আগস্ট) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দণ্ডিতের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডিত লুৎফর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বীরপাশা এলাকার জিতু মিয়ার ছেলে।

নিহত নাজমা আক্তার রিতু ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরের পৈরতলা এলাকার আবুল হাসেম মিয়ার মেয়ে। কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন:

তিনি জানান, ২০১৮ সালের ২২ জুন সিদ্ধিরগঞ্জে গৃহবধূ নাজমা রিতুকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় স্বামী। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে স্বামী নজরুল ইসলাম ওরফে নাদিমকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশের তদন্তে প্রমাণ হয় নজরুল ইসলাম ওরফে নাদিম নয়, দণ্ডিত লুৎফর রহমানকে স্বামী পরিচয় আগের স্বামীর নাম দিয়ে বসবাস করে আসছিলেন নাজমা।

তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে হত্যা মামলায় কথিত স্বামী লুৎফর রহমানকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। দোষ প্রমাণ না হওয়ায় স্বামী নজরুল ইসলাম ওরফে নাদিমকে বেকসুর খালাস প্রদান করেন।

এএইচ