আজ (রোববার, ২৪ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ হবে।
এর আগে মামলায় মোট ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। গত বুধবার দুই চিকিৎসক, একজন নার্সসহ চারজন সাক্ষ্য দেন। তারা জানান, জুলাই-আগস্টের সময় হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন।
এসময় তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরসহ পুলিশের বিচার দাবি করেন।
আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। পাশাপাশি গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এবং অন্য একটি মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকেও আনা হয়েছে।