চট্টগ্রামে ব্যবসায়ী হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রাম
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‍আদালত ভবন
এখন জনপদে
আইন ও আদালত
0

চট্টগ্রামের ইপিজেডে ব্যবসায়ী মাহফুজুর রহমান হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন তানভীর মো. সজিব ও মোহাম্মদ রিয়াদ। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে অপর আসামি মোহাম্মদ আহসানকে।

আইনজীবীরা জানান, ২০২০ সালের মে মাসে চট্টগ্রামের ইপিজেডের নিউমুরিং এলাকায় পুরাতন কাপড়ের ব্যবসায়ী মাহফুজুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে আসামিরা। নিহত মাহফুজুর রহমান ও তার পিতা এলাকায় পুরনো কাপড়ের ব্যবসা করতেন।

ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে ২০২০ সালের ১ মে রাতে আসামিরা পূর্ব পরিকল্পনা অনুসারে তাকে হাত-পা বেঁধে মুখে কাপড় পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। পরে তার মরদেহ পাশের একটি ভবনে লোহার রড এর সঙ্গে ঝুলিয়ে রাখে।

প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টাও করে আসামিরা। ঘটনার পরদিন নগরীর ইপিজেড থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করে নিহতের পিতা আব্দুর রহিম। প্রায় পাঁচ বছর পর এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

এএইচ