জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আবু সাঈদ
দেশে এখন
আইন ও আদালত
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনালে মামলার প্রথম সাক্ষী হিসেবে উপস্থিত হন শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন।

আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সাক্ষ্যগ্রহণকালে আবু সাঈদের পিতা আবেগাপ্লুত হয়ে তার স্মৃতিচারণ করেন এবং বারবার কান্নায় ভেঙে পড়েন।

তিনি জানান, ২০২৪ সালের ১৬ জুলাই তার ছেলেকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। যেখানে অভিযুক্ত ছিলেন সুজন চন্দ্র রায় ও আমির আলী নামে দুই পুলিশ সদস্য। তিনি ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানান, যেন তার জীবদ্দশায় ছেলে আবু সাঈদের হত্যার সুষ্ঠু বিচার সম্পন্ন হয়।

আরও পড়ুন:

এর আগে, গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। মামলায় গ্রেপ্তার ৬ আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে বেরোবির সাবেক ভিসি ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ আরও ২৪ আসামি এখনও পলাতক রয়েছেন।

সেজু