মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা
দেশে এখন
আইন ও আদালত
0

জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন এক বিচারকসহ পাঁচজন। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সাক্ষ্যগ্রহণের শুরুতে এস আই আশরাফুল ইসলামকে জেরা করেন শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। পরে সাক্ষ্য দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

জবানবন্দিতে জাকির হোসেন জানান, ২৪ মার্চ ১৬৪ ধারায় তার কাছে জবানবন্দি দেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আরও পড়ুন:

তিনি আরও জানান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বেচ্ছায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন।

পরে জবানবন্দি দেন মিডফোর্ডের একজন চিকিৎসক। তিনি তুলে ধরেন জুলাই হত্যাকাণ্ডে হাসপাতালের অবস্থা নিয়ে।

এদিকে ট্রাইব্যুনাল-২ এ জুলাই আন্দোলনের প্রথম শহিদ রংপুরের আবু সাঈদ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন এস আই তরিকুল ইসলাম।

এস আই জবানবন্দিতে জানান, আবু সাঈদের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে— সুরতহাল প্রতিবেদনে এমন তথ্য না দিতে হুমকি দিয়েছিলেন তৎকালীন সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান।

এফএস