তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেখ হাসিনার নামে খোলা ওই লকারের (নম্বর-১২৮) সন্ধান মেলে। লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছেই রয়েছে। এনবিআরের একটি টিম আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকারটি জব্দ করেছে।
এনবিআর সূত্র বলছে, লকারটিতে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এর ভেতরে কী আছে, তা এখনই নিশ্চিত নয়। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই লকার খোলা হবে বলে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক।