নারায়ণগঞ্জ নকল খাদ্য উৎপাদন কারখানায় যৌথ অভিযান, জেল ও জরিমানা

নারায়ণগঞ্জ
ভুয়া সস কারখানায় অভিযান
এখন জনপদে
আইন ও আদালত
0

নারায়ণগঞ্জে র‍্যাব ১১ ও জেলা প্রশাসকের যৌথ অভিযানে আজমেরী কনজ্যুমার ফুড কোম্পানি লিমিটেড নামে একটি কারখানায় বিপুল পরিমাণ নকল সস জব্দ করা হয়েছে। আজ (রোববার, ২৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার শিবু মার্কেট পূর্ব সস্তাপুর এলাকা হতে এ নকল সস জব্দ করা হয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক মো. ওয়াহিদকে এক লাখ টাকা জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানটি পরিচালনা করা হয়। এ অবৈধ কোম্পানি থেকে বিপুল পরিমাণ নকল টমেটো সস, সয়া সস ও সাদা সিরকা জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর তরিকুল ইসলাম জানান, র‍্যাব-১১ এর সহযোগিতায় একটি নকল খাদ্যদ্রব্য উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এখানে বিভিন্ন ধরনের নকল সস তৈরি করা হয়। এসব সস নারায়ণগঞ্জের বড় দুটি বাজারে সরবরাহ করা হয়ে থাকে।

নকল এ সসগুলো মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি। প্রতিষ্ঠানের মালিককে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এএইচ