রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

গ্রেপ্তারের পর রাবি ছাত্রলীগের সহ-সভাপতি
শিক্ষা , ক্যাম্পাস
আইন ও আদালত
0

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয়কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত মামলার আসামী মো. তাওহীদুল ইসলাম দুর্জয় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের অধিবাসী মো. আব্দুল মোতালেবের পুত্র।

এএইচ