আজ (রোববার, ১ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা এই রিটে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে।
সাবেক অধিনায়ক ফারুকের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, সোমবার শুনানি হতে পারে। বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং নয়জন বোর্ড পরিচালকের আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গত বৃহস্পতিবার গভীর রাতে পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে।
ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি।