কুষ্টিয়ায় সিন্ডিকেটের কারসাজিতে চালের দাম ঊর্ধ্বমুখী

চালের বাজার
বাজার
0

কুষ্টিয়ায় ঊর্ধ্বমুখী চালের বাজার। দুই সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। কাজললতা চাল কেজিতে ৩ টাকা বেড়ে বাজারে বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা দরে, কেজিতে ২ টাকা বেড়েছে মোটা আটাশ চালের দামও, যা বাজারে বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা কেজি।

তবে সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চালের দাম, যা কেজিতে ৪ টাকা বেড়ে বাজারে বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকা কেজি দরে।

বিক্রেতারা বলছেন, অসাধু মিলার সিন্ডিকেটে মিলগেটে দাম বাড়ায় বাজারে বেড়েছে চালের দাম। চাহিদামত চাল পাচ্ছেন না বলেও অভিযোগ তাদের। 

আর বোরো ধানের মৌসুম শেষ হওয়ার সাথে সাথে চালের বাজারের এমন অস্থিরতার জন্য বড় বড় মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন সাধারণ ভোক্তারা।

সাধারণ ক্রেতারা বলছেন, এখনই শক্তভাবে বাজার মনিটরিং না হলে অসাধু সিন্ডিকেট চক্র আরো দাম বাড়াবে। তাই সরকারি বাজার মনিটরিংয়ের তৎপরতা বাড়াতেও দাবি জানিয়েছেন তারা।

এসএইচ