ময়মনসিংহে ঊর্ধ্বমুখী ডালের দাম, কেজিতে বেড়েছে ২০ টাকা

ঊর্ধ্বমুখী ডালের দাম
বাজার
0

ময়মনসিংহের চড়া এলাচসহ সবধরনের ডালের দাম কেজিতে ২০ টাকা বেড়ে চিকন মসুর ডাল বিক্রি হচ্ছে ১৫২ টাকা কেজি। আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) ময়মনসিংহের বাজারে দেখা যায় এ বাড়তি দামের চিত্র।

শুক্রবার ছুটির দিন থাকলেও সকাল সকাল অনেকটা ফাকাই ছিলো ময়মনসিংহের মেছুয়া বাজারের মশলা মহল । চড়া যাচ্ছে সবধরনের মসলার বাজার, যদিও জিরা দারুচিনির দাম কিছুটা কমলেও এখনো এলাচ বিক্রি হচ্ছে ৫ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৮০০ টাকা কেজি৷

আরও পড়ুন:

দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়ে চিকন মসুর ডাল বিক্রি হচ্ছে ১৫২ টাকা কেজি। এছাড়া অপরিবর্তিত রয়েছে পেয়াজ,রসুন আদার দাম।

জিরা বিক্রি হচ্ছে ৫৪০, লং ১ হাজার ৩৫০, মৌরি ১৭০, ধনিয়া ১৬০, হলুদের গুড়া ২৪০, মরিচ ২২০, মোটা মসুর ডাল ৯৫।

ছোলাবুট কেজিতে পাঁচ টাকা বেড়ে একশো টাকা কেজি বিক্রি হচ্ছে। বুটের ডাল কেজিতে দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি।

বিক্রেতারা বলছেন, আমদানি জটিলতায় বেড়েছে মসলাসহ মসুরডালের দাম। দাম বাড়ায় কেনা বেচাতেও তাই মন্দাভাব চলছে।


এফএস