সবজিতে স্বাস্তি, বেড়েছে মাছ-মাংসের দাম

কাঁচাবাজার
বাজার
0

দেশের বিভিন্ন স্থানে দর বাড়তির তালিকায় মাছ ও মাংস। সব ধরনের মাছে ভোক্তাকে কেজিতে বাড়তি গুনতে হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। এদিকে শীতের সবজির দাম সামান্য কমলেও তা আশানুরুপ নয়।

ভোর হতেই সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়তে আসতে শুরু করে হরেক রকমের সবজি। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় সব ধরনের সবজিতে দাম কিছুটা কমতির দিকে। কেজিপ্রতি ২ থেকে ৫ টাকা কমে শিম বিক্রি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, আলু ৪৮-৫৫ টাকা, ফুলকপি পিস ৩৫ টাকা, বাধাকপি ১৫ টাকা ও টমেটো মিলছে ৩৫ টাকা।

|undefined

মসলা জাতীয় সবজি আদার দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। তবে ভরা মৌসুমেও চড়া দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ।

|undefined

ছুটির দিনে ময়মনসিংহের আকুয়া বাইপাস মৎস্য আড়তে দাম কিছুটা বেশি। সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছ পাইকারিতে কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা বলছেন, মাছের খাদ্যের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বাড়ায় প্রভাব পড়েছে দামে।

মাছ ব্যবসায়ীরা জানান, শীতকালে মাছের যোগান কিছুটা কম থাকে। এছাড়া মাছের খাদ্যের দাম এবং পরিবহন খরচ বেশি হওয়ায় মাছের দাও বাড়তি। তাই মাছের দাম বাড়ায় বাজারের তালিকায় কাটছাঁট করছেন অনেকেই।

|undefined

এদিকে দু' সপ্তাহ ব্যবধানে মানিকগঞ্জে গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। এক কেজি মাংস কিনতে গুণতে হচ্ছে ৬৮০ টাকা।

|undefined

মানিকগঞ্জ পৌর বাসস্ট্যান্ড মাংস বাজারে ছুটির দিনে ১২ থেকে ১৪টি গরুর মাংস বিক্রি হয়। যা টাকার অংকে ১৫ থেকে ১৬ লাখ টাকা।