বিক্রেতারা জানান, ৪ দিন আগেও ব্রয়লার বিক্রি হয়েছে ১৮০ টাকায়। যা গত কয়েকদিনে আবারও কমে এসেছে। এর আগে দশদিন আগে ব্রয়লার বিক্রি হয় ১৮০ টাকায়। গত দশদিন ধরে মুরগীর দাম বেশ উঠানামা করছে জানিয়েছেন বিক্রেতারা। যা কখনো ১৬৫ কখনো ১৮০ টাকায় বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, তীব্র গরমে খামারে মুরগী মারা যাওয়ার ঘটনা বেড়েছে। তাই বাধ্য হয়ে খামারিরা কম দামে মুরগী বাজারে ছেড়ে লোকসানের বোঝা কমাচ্ছেন।
মুরগীর দাম সহনীয় থাকলেও, সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়৷ তবে দাম বাড়তির সুযোগে কোন কোন বিক্রেতা ১৪০ টাকায় ডিম বিক্রি করছেন বলেও অভিযোগ করেছেন ক্রেতারা।
এদিকে স্থিতিশীল আছে গরুর মাংসের দাম। নগরের কর্ণফুলী বাজারে ছুটির দিনে গরু মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।