চট্টগ্রামে ব্রয়লার-সোনালীর দাম কমলেও দেশি মুরগীর দাম বাড়তি

চট্টগ্রাম
বিক্রির জন্য রাখা বিভিন্ন ধরনের মুরগী
এখন জনপদে , কাঁচাবাজার
বাজার
0

চট্টগ্রামে ছুটির দিনের বাজারে কম দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগী। নগরের কর্ণফুলী বাজারে আজ (শুক্রবার, ১৬ মে) ব্রয়লার মুরগী বিক্রি হয় ১৭০ টাকা কেজি দরে। কমেছে সোনালী মুরগীর দামও। যা বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি দরে। তবে দেশি মুরগী বিক্রি হচ্ছে বাড়তি দামে, ৬২০ টাকা কেজি দরে।

বিক্রেতারা জানান, ৪ দিন আগেও ব্রয়লার বিক্রি হয়েছে ১৮০ টাকায়। যা গত কয়েকদিনে আবারও কমে এসেছে। এর আগে দশদিন আগে ব্রয়লার বিক্রি হয় ১৮০ টাকায়। গত দশদিন ধরে মুরগীর দাম বেশ উঠানামা করছে জানিয়েছেন বিক্রেতারা। যা কখনো ১৬৫ কখনো ১৮০ টাকায় বিক্রি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, তীব্র গরমে খামারে মুরগী মারা যাওয়ার ঘটনা বেড়েছে। তাই বাধ্য হয়ে খামারিরা কম দামে মুরগী বাজারে ছেড়ে লোকসানের বোঝা কমাচ্ছেন।

মুরগীর দাম সহনীয় থাকলেও, সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়৷ তবে দাম বাড়তির সুযোগে কোন কোন বিক্রেতা ১৪০ টাকায় ডিম বিক্রি করছেন বলেও অভিযোগ করেছেন ক্রেতারা।

এদিকে স্থিতিশীল আছে গরুর মাংসের দাম। নগরের কর্ণফুলী বাজারে ছুটির দিনে গরু মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।

এএইচ