ঈদের আগে কেজিতে ১০–৫০ টাকা কমলো মাছ-মাংসের দাম

টাঙ্গাইল
নববর্ষের আগে সব মিলিয়ে স্বস্তির বাজার
কাঁচাবাজার
বাজার
1

কোরবানির ঈদকে সামনে রেখে কমেছে সব ধরনের মাছ ও মাংসের দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বেড়ে যাওয়া ও চাহিদা কমার কারণে মাছ-মাংসের দাম কমেছে কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ঈদের আগে দাম আরো কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

টাঙ্গাইল শহরের প্রধান কাঁচাবাজার পার্ক বাজারসহ বিভিন্ন বাজারে মাছ ও মাংসের দাম কমেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা, সোনালি ২২০ টাকা ও লেয়ার মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়াও গরুর মাংস ৭৪০ থেকে ৭৫০ টাকা, খাসির মাংস ১ হাজার ৫০ টাকা এবং ছাগী ও ভেড়ার মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি দরে।

এদিকে, পাঙাস মাছ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকা, রুই মাছ ২০০ থেকে ২৫০ টাকা, কাতলা মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা, চিংড়ি মাছ ৫৫০ থেকে ৬০০ টাকা, বাইম মাছ ৭০০ থেকে ৭৫০ টাকা, শিং মাছ ২৮০ থেকে ৩২০ টাকা এবং ইলিশ মাছ ২ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, আগের মতো সিন্ডিকেট না থাকা ও চাহিদা কমার কারণে মাছ-মাংসের দাম কমেছে।

সেজু