ইলিশের জালে খরা; বাজারে বেড়েছে দাম

পটুয়াখালী
ইলিশ মাছ
কাঁচাবাজার
বাজার
0

বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়ছে না রূপালী শস্য। এরই মধ্যে আবারও সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে ওঠায় অধিকাংশ মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। এতে বাজারে মাছের সরবরাহ কমে গিয়ে হু-হু করে বেড়েছে ইলিশের দাম।

আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকাল থেকে পটুয়াখালীর আলীপুর ও মহিপুরের শিববাড়িয়া নদীতে হাজারো ট্রলার নোঙর করে রাখা হয়েছে। জেলেরা জানান, গত দুই সপ্তাহ ধরে সাগরে ইলিশের দেখা নেই। তার ওপর নতুন করে সমুদ্র উত্তাল হওয়ায় তিন দিনের ব্যবধানে ফের ঘাটে ফিরতে হলো তাদের।

ফিরে আসা জেলেরা যতটুকু মাছ পেয়েছেন, তা চাহিদার তুলনায় অনেক কম। এ কারণে বাজারে প্রকারভেদে ইলিশের দাম বেড়েছে ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন:

বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০ থেকে ২৭০০ টাকায়, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৯০০ থেকে ২১০০, আর ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৭০০ টাকায়। তবে ৪০০ গ্রাম ওজনের ইলিশের দাম অপরিবর্তিত থেকে প্রতি কেজি ৯০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

জেলেদের অভিযোগ, ঘন ঘন দুর্যোগ ও ইলিশের জালে খরায় তারা লোকসানে পড়ছেন। অন্যদিকে, সরবরাহ কম থাকায় ক্রেতাদেরও দিতে হচ্ছে বাড়তি দাম।

সেজু