আজ সকালে মাগুরা পারনান্দুয়ালী ইলিশ মাছের আড়ত ও পুরাতন বাজার মাছের বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছ কিছুটা কম দামে বিক্রি হচ্ছে।
ছোট ইলিশ ৬০০ থেকে ৮০০ টাকা, মাঝারি ইলিশ ১০০০ থেকে ১২০০ টাকা, বড় ইলিশ ১৮০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে কেজি প্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেশি দামে বিক্রি হয়েছিল।
বড় রুই ৪০০ টাকা, ছোট রুই ২৫০ ও বড় কাতল ৪২০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মাছ পুটি, ট্যাংরা, বাইম, শিং ও ছোট বড় চিংড়ি সব মাছই কেজি প্রতি ৬০-৭০ টাকা কমদামে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে নদীনালা খালবিল সব ধরনের জলাশয়েই পানি জমেছে। এখন সব জায়গায় পানি কমতে শুরু করেছে আর জেলেদের জালে মাছ ধরা পড়ছে ।
বাজারে মাছের সরবরাহ বেশি ও দাম কমায় ক্রেতা পর্যায়ে কিছুটা স্বস্তি ফিরেছে।