রাজধানীতে সবজি বাজারে স্বস্তি থাকলেও ঊর্ধ্বগতি নিত্যপণ্যের দামে

রাজধানীর কারওয়ান বাজার
কাঁচাবাজার
বাজার
0

রাজধানীর কাঁচাবাজারে কারও মুখে স্বস্তির হাসি, কারও মুখে অভিযোগের সুর। সবজির দাম কিছুটা কমলে অনেক পণ্যের দাম এখনও চড়া। বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে ক্রেতা কম থাকায় দামও কিছুটা কম। আর বেশিরভাগ ক্রেতাই বলছেন, বাজারের ব্যাগ ভরতে এখনও অনেক হিসাব করতে হচ্ছে তাদের।

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি। তাই সাপ্তাহিক ছুটির দিনেও বাজারে ক্রেতা তুলনামূলক কম। সবজি বাজারে গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমলে ব্যাগ ভরতে এখনও হিসেব মেলাতে হচ্ছে অনেক ক্রেতাকে।

ক্রেতারা জানান, অন্যান্য দিন বজারে জিনিস পত্রের দাম আরও পাঁচ থেকে দশ টাকা কম থাকে। তবে মুরগি আগে তিনশো টাকায় কিনলেও আজ মুরগি মিলছে ২৭০ টাকায় বলে জানান ক্রেতারা।

প্রতিটি সবজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে দাম। পটল, চিচিঙ্গা, পেঁপে আর মিষ্টি কুমড়া সবই ৫০ টাকার আশপাশে মিলছে।

আরও পড়ুন:

বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে সবজি ভালো হয়েছে এ বছর। সামনের দিনগুলোতে আরও দাম কমতে পারে বলে জানান বিক্রেতারা।

কারওয়ান বাজারে সিম এখন ১২০ টাকা কেজি। মুলার দাম নেমে দাঁড়িয়েছে ৫০ টাকায়। গোল বেগুনের কেজি ৮০ আর গাজরের আগের মতোই কেজিপ্রতি ১০০ টাকায় মিলছে।

ডিমের দাম কিছুটা কমে ডজনপ্রতি ১৩০ টাকায় দাঁড়িয়েছে। ব্রয়লার মুরগির মিলছে ১৭৫ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগি পাওয়া যাচ্ছে ২৭০ থেকে ৩০০ টাকায়।

মুরগী বিক্রেতা জানান, ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজি। কিছুটা বাড়েছে ব্রয়লার মুরগির দাম।

বৃষ্টির কারণে বাজারে ক্রেতা কম, তাই দামও কিছুটা নেমেছে বলে দাবি বিক্রেতাদের।


এফএস