সেইসঙ্গে বিশ্ব মানচিত্রে গভীর সমুদ্রবন্দর হিসেবে পরিচয় হবে মাতারবাড়ির। যেটিকে ঘিরে নতুন কর্মসংস্থান হবে। সবকিছু মিলিয়ে নতুন আশার আলো দেখছেন স্থানীয়রা।
প্রধানমন্ত্রীর এই সফর আর জনসভাকে ঘিরে তাই এই দ্বীপে উৎসবের আমেজ। ভোরের আলো ফোটার পর থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। মিছিল নিয়ে দলে দলে প্রবেশ করছেন হাজার হাজার কর্মী। নির্বাচন সামনে রেখে নতুন দিকনির্দেশনা পেতে চান তারা।
আর জনসভাকে ঘিরে সড়ক থেকে শুরু করে লবণের মাঠ, জমি, চারপাশ নানা রঙের ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে। নৌকার আদলে করা হয়েছে মঞ্চ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চ্যানেল উদ্বোধনের পাশাপাশি প্রথম টার্মিনালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সরকারের মেগাপ্রকল্পের আরেকটি মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।