মঙ্গলবার হজের প্যাকেজ ঘোষণা করবে হাব

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
দেশে এখন
0

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর পক্ষ থেকে আগামীকাল মঙ্গলবার ২০২৪ সালের ‘বেসরকারি ব্যবস্থাপনা হজ প্যাকেজ ঘোষণা’ করা হবে। মঙ্গলবার বেলা ১১টায় হোটেল ভিক্টোরির ‘সাঙ্গু ব্যাংকুইট’ হলে এই প্যাকেজ ঘোষণা করা হবে।

গেল বছর বেসরকারিভাবে হজের খরচ ধরা হয়েছিলো ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

গত ২ নভেম্বর ২০২৪ সালের হজে যেতে ইচ্ছুকদের জন্য হজের প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার ধর্ম মন্ত্রণালয় সরকারিভাবে হজে যেতে দুটি প্যাকেজ ঘোষণা করে। সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হবে। বিশেষ হজ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা খরচ হবে।

২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার জন।

১৫ নভেম্বর থেকে হজ নিবন্ধন শুরু হয়ে শেষ হবে ১০ ডিসেম্বর। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

সেজু