গেল বছর বেসরকারিভাবে হজের খরচ ধরা হয়েছিলো ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।
গত ২ নভেম্বর ২০২৪ সালের হজে যেতে ইচ্ছুকদের জন্য হজের প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার ধর্ম মন্ত্রণালয় সরকারিভাবে হজে যেতে দুটি প্যাকেজ ঘোষণা করে। সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হবে। বিশেষ হজ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা খরচ হবে।
২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার জন।
১৫ নভেম্বর থেকে হজ নিবন্ধন শুরু হয়ে শেষ হবে ১০ ডিসেম্বর। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।