মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ২০২২ এর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। এবারের আয়োজনে আজীবন সম্মাননা পান যৌথভাবে অভিনেতা মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু এবং অভিনেত্রী রওশন আরা রোজিনা।
পুরস্কার দেয়া শেষে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে চলচ্চিত্র শিল্পে তার সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, চলচ্চিত্র শিল্প যেন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য সব পদক্ষেপই আওয়ামী লীগ সরকার নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, 'নতুন নতুন বিনোদনের মাধ্যম তৈরি করতে শিল্পী সমাজকে একত্রে কাজ করতে হবে।' এসময় সরকার প্রধান বিত্তবানদের চলচ্চিত্র শিল্পে সহযোগিতার আহ্বান জানান।
এসময় প্রধানমন্ত্রী জানান, গ্রাম পর্যন্ত বিনোদনের ক্ষেত্র যেন সম্প্রসারিত হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিচ্ছে তার সরকার। বক্তব্য শেষে পুরস্কারপ্রাপ্তদের সাথে নিয়ে ছবি তুলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দর্শক সারি থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সরকার প্রধান, এসময় তার সাথে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।