সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী

দেশে এখন
0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন একাদশ জাতীয় সংসদের উপনেতা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। চিফ হুইপ হয়েছেন নূর-ই-আলম চৌধুরী। একাদশ সংসদেও তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে সকালে আওয়ামী লীগসহ অন্যান্য দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

এসএসএস