পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামের হালিশহর বেপারীপাড়া থেকে ৩৫ থেকে ৪০ জন পর্যটক বাস নিয়ে বান্দরবানে বেড়াতে আসেন। সারাদিন বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন। পরে বিকালে চট্টগ্রাম ফেরার পথে রেইছা চেকপোস্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়ছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি।
এদিকে খবর পেয়ে দুর্ঘটনায় আহত পর্যটকদের দেখতে হাসপাতালে যান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার সৈকত শাহীনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।
উল্লখ্য, সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটে পর্যটন নগরী বান্দরবানে।