বাঙালি জাতিকে একত্রিত করেছিলেন বঙ্গবন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা
দেশে এখন
0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাঙালি জাতিকে একত্রিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে একটু একটু করে বাস্তবায়ন করছেন। সে জন্যই দেশ এগিয়ে যাচ্ছে। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম চলতে পারে এমন একটি দেশ আমরা দিতে চাই‌।’

তিনি বলেন, ‘আমরা মাথা নত করা জাতি নই, বীরের জাতি।' এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।