রাঙামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৯

দেশে এখন
0

রাঙামাটির সাজেকে সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে ৯ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।

আজ (বুধবার, ২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সাজেক-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি স্থানে শ্রমিকবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহনেওয়াজ রাজু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত পুলিশ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে, তাদের পরিচয় জানা যায়নি।

হতাহত শ্রমিকরা সীমান্ত সড়কের বাঘাইছড়ি সাজেকের উদয়পুর অংশে কাজ করছিলেন। সড়কের নির্মাণ কাজ করছে সেনাবাহিনীর ২০ ইসিবি।

|undefined

দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধার কাজে অংশ নেন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানান, রাত সাড়ে ৮টা পর্যন্ত খাগড়াছড়ি জেলা হাসপাতাল ও দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনার শিকার কাউকে আনা হয়নি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, সড়ক দুর্ঘটনায় কয়েকজন নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর শুনেছি। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।