পদত্যাগ করে বোনসহ ঢাকা ছেড়েছেন শেখ হাসিনা

পদত্যাগ করে বোনসহ ঢাকা ছেড়েছেন শেখ হাসিনা
দেশে এখন
0

অসহযোগ আন্দোলন থেকে দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।

আজ (সোমবার, ৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। নিরাপদ আশ্রয়ের জন্য তিনি দেশ ছেড়েছেন, সঙ্গে তার বোন শেখ রেহানাও আছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন। দেশ ত্যাগের সময় যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা। তবে তিনি সে সুযোগ পাননি।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন।

আল জাজিরার তথ্যানুযায়ী, একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছে।

পশ্চিমবঙ্গের সংবাদপত্র আনন্দবাজারের খবরে বলা হয়, শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে গণভবন ছেড়েছেন। তাকে হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে পাঠানো হয়েছে।

tech