কেরানীগঞ্জে রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪, আহত ১০

দেশে এখন
0

কেরানীগঞ্জের রামেরকান্দা বোডিং এলাকায় একটি ঘরোয়া রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ১০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আজ (শনিবার, ৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের সবার নাম পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মার্কেটের একটি বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

স্থানীয় একজন জানান, মায়ের দোয়া বিরিয়ানি হাউজের পাশে থাকা একটি কাবাবের দোকানের সামনে সিলিন্ডার রাখা ছিল। সন্ধ্যার দিকে নবাবগঞ্জগামী একটি কাভার্ড ভ্যান এসে সিলিন্ডারে ধাক্কা দিলে মুহূর্তেই সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় হোটেল কর্মচারী মারাত্মকভাবে আহত হন। সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পরে লোকজন এদিক-সেদিক এলোমেলো ছোটাছুটি করতে থাকে।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার জানান, রামেরকান্দা বিরিয়ানির দোকানে আগুনে এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণে বিরিয়ানির দোকানে আগুন ধরে যায়। এক পর্যায়ে পাশের দুটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

|undefined

পরে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে তিনজন মারা যান আর হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। হোটেল কারিগর আকরাম হোসেন, তার বাড়ি পিরোজপুর এবং আরেক কারিগর ইলিয়াস সরদার, তার বাড়ি পটুয়াখালী। সব মিলিয়ে এই অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়েছে।

এএইচ