এসময় কারাফটকে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। সকাল থেকেই মামুন হাসানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের হাজার হাজার বিএনপি নেতাকর্মী কারাফটকের সামনে অবস্থান করতে থাকেন।
মামুন হাসান ২০১৮ সালে ঢাকা-১৫ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতিসহ যুবদলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদেও ছিলেন। শেখ হাসিনা সরকারের দায়ের করা তার বিরুদ্ধে চারটি মামলায় গত মঙ্গলবার (২৬ আগস্ট) জামিনের জন্য আদালতে সে আত্মসমর্পণ করেন। এতে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
আরও পড়ুন:
গতকাল (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) ওই চারটি মামলায় পুনরায় তার জামিন শুনানি হলে আদালত জামিন মঞ্জুর করেন। মামুন হাসানের জামিনের সব কাগজপত্র কারা অভ্যন্তরে আসলে তা পরীক্ষা-নিরীক্ষার পর কারা কর্তৃপক্ষ আজ দুপুরে তাকে কারামুক্ত করে দেন।
কারাগার থেকে মুক্তি পেয়েই তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পতিত ফ্যাসিস্ট হাসিনা সারাদেশকে কারাগারে পরিণত করেছিল।’
এদিকে, একই সময়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম মিজানুর রহমান রাজ কারাগার থেকে জামিনে মুক্তি পান।