‘বাণিজ্যিকীকরণের নামে নগরীর উদ্যান ও ঐতিহাসিক স্থান ধ্বংস করা হয়েছে’

চট্টগ্রাম
দেশে এখন
0

বাণিজ্যিকীকরণের নামে বিগত সরকার চট্টগ্রাম নগরীর অনেক উদ্যান ও ঐতিহাসিক স্থান ধ্বংস করেছে। নষ্ট করেছে নগরবাসীর শ্বাস নেয়ার পরিবেশ। আজ (বৃহস্প্রতিবার, ৭ নভেম্বর) সকালে নগরীর বিপ্লব উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ সময় তিনি বলেন, ‘শুক্রবার থেকে এসব বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করে এই উদ্যানকে আবারও আগের রূপে ফিরিয়ে আনা হবে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ অন্য দলের ইতিহাস মুছে দেয়ার যে তৎপরতা চালিয়েছে বিএনপি সেই কাজ করবে না। বরং মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও স্বাধীনতায় যাদের অবদান আছে তাদেরকে যথাযথ সম্মান দেয়া হবে।’


এএম