ছয় মাসে দুর্নীতি অনেক কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে এখন
0

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এই ছয় মাসে দুর্নীতি অনেক কমেছে, তবে সেটি আশানুরূপ নয়। আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রোহিঙ্গারা যেন নতুন করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) না পায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়া কত রোহিঙ্গার কাছে এনআইডি কার্ড আছে সেটির সঠিক তথ্য সরকারের কাছে না থাকলেও সেই সংখ্যা খুব বেশি নয় বলেও জানান তিনি।

এদিকে পাসপোর্ট করতে হলে এনআইডি কার্ড লাগবে, তাই পুলিশ ভেরিফিকেশন না থাকলেও কোনো সমস্যা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘এই ছয় মাসে দুর্নীতি অনেক কমেছে, তবে সেটি আশানুরূপ নয়। ৫৩ বছরে সবচেয়ে বেশি পুলিশ কর্মকর্তাকে আইনের আওতায় আনা হয়েছে। যেখানেই অন্যায় দেখা যাবে আমরা সেখানেই ব্যবস্থা নিবো।’

সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়ে সুশৃঙ্খল বাহিনী হিসেবে কোস্টগার্ডের সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে পদক দেয়া হয়।

এসএস