মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর শারীরিক অবস্থার অবনতি

ঢামেকের পিআইসিইউতে মাগুরার ধর্ষণের শিকার কন্যাশিশু, অবস্থা আশঙ্কাজনক
দেশে এখন
0

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ (শনিবার, ৮ মার্চ) হাসপাতালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি জানান, পাশবিক নির্যাতনে যৌনাঙ্গ জখম হয়েছে। গলায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

তার বেচে থাকার বিষয়ে খুব বেশি আশাবাদী নন চিকিৎসকরা। ঢামেক পরিচালক বলেন, ‘শিশুটির চিকিৎসা নিশ্চিতে ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।’

সেজু