ইউএনওর আশ্বাসে মহাসড়ক থেকে জাককানইবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

ময়মনসিংহ
এখন জনপদে
দেশে এখন
0

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) এক শিক্ষার্থীকে ইমাম পরিবহনের একটি বাস থেকে অজ্ঞান অবস্থায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে ফেলে যাওয়ার ঘটনায় মধ্যরাতে মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের কারণে এক ঘণ্টার বেশি সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন চলাচলকারীরা।

শিক্ষার্থী, সেনাবাহিনী, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। পরে শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়।

জানা যায়, গতকাল (সোমবার, ১০ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ বাইপাস এলাকায় ইমাম পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ১৭তম ব্যাচের রাহি। এসময় অজ্ঞান পার্টির সদস্যরা রাহির সবকিছু লুটে নিয়ে অজ্ঞান করে বাইপাস মোড়ে বাস থেকে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে।

এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ইমাম পরিবহনের বাস আটক ও বিচারের দাবিতে মহাসড়কে অবস্থান নেয়। রাত পৌনে ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী দ্রুত সময়ের মধ্যে বাস আটক ও বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

শিক্ষার্থীরা জানায়, ময়মনসিংহ পরিবহন মালিক সমিতি আজ (মঙ্গলবার, ১১ মার্চ) ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসতে রাজি হয়েছে। যদি পরিবহন সমিতি ও প্রশাসন ১২টার মধ্যে ছাত্রদের সাথে না বসে তাহলে ছাত্ররা অনির্দিষ্টকালের জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে দিবেন বলে জানায়।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীউল বারী জানান, 'মঙ্গলবার দুপুর ১২টায় ইমাম গাড়ির প্রতিনিধি, মালিক সমিতির প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বিষয়টির নিষ্পত্তিতে বসা হবে।'

এসএস