'১৬ বছরে দেশকে নজরদারিভিত্তিক কাঠামোতে বন্দি করা হয়েছিল'

বছরে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে: টিআইবি
দেশে এখন
0

গেল ১৬ বছরে দেশকে নজরদারিভিত্তিক কাঠামোতে বন্দি করা হয়েছিল, যা নাগরিক অধিকার ক্ষুণ্ন করে। এসবের পরিপ্রেক্ষিতে র‌্যাবের পাশাপাশি এনটিএমসিকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) সকালে রাজধানীর টিআইবি কার্যালয়ে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের আয়োজনে জুলাই অভ্যুত্থান, জাতিসংঘ প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজ করা হয়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, 'ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করে অর্থ আত্মসাৎ করা ছিল কতৃত্ববাদ সরকারের মূল অ্যাজেন্ডা।'

পুলিশ সংস্কার কমিশনে স্বার্থের দ্বন্দ্ব ছিল মন্তব্য করে তিনি বলেন, 'স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিকল্প নেই।' সংবাদ সম্মেলনে বক্তারা জানান, মানবাধিকার লঙ্ঘন এবং সহিংসতা বিষয়ক জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে অবিলম্বে একটি রোডম্যাপ প্রণয়ন করতে হবে।

পাশাপাশি আন্দোলনে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের দৈনন্দিন খরচ ও চিকিৎসা নিশ্চিতের দাবি জানান তারা।

সেজু