'বর্ষবরণে যেকোনো সময়ের তুলনায় এবার নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে'

'বর্ষবরণ পালনে আগের যেকোনো সময়ের তুলনায় এবার নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে'
দেশে এখন
0

দেশব্যাপী বর্ষবরণ পালনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগের যেকোনো সময়ের তুলনায় এবারে উৎসব আয়োজনে নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে বলে জানান র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

আজ (রোববার, ১৩ এপ্রিল) রমনার বটমূল থেকে ছায়ানটের বর্ষবরণের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

চারুকলায় শোভাযাত্রার মোটিফে আগুন দেয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

আরো পড়ুন:

এছাড়া আরো বেশি নিরাপত্তা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে বর্ষবরণের উৎসব পালন করতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

সেজু