নববর্ষে নতুন বাংলাদেশের বার্তা ছড়িয়ে দেয়ার আহ্বান শিল্প উপদেষ্টার

নববর্ষে নতুন বাংলাদেশের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান শিল্প উপদেষ্টার
শিল্পাঙ্গন
দেশে এখন
0

নববর্ষ উদযাপন উৎসবের মাধ্যমে অন্যায় অবিচারের অবসানে নতুন বাংলাদেশের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহ্বান জানান শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (সোমবার, ১৪ এপ্রিল) সাত দিনব্যাপী বিসিক এবং বাংলা একাডেমি আয়োজিত বৈশাখি মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, 'আমাদের নববর্ষ উদযাপন উৎসবের মাধ্যমে একটি বার্তা দিতে চাই তা হলো নতুন বাংলাদেশ। ২০২৪ সালে মোট কর্মসংস্থানের ২৫ ভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পে নিয়োজিত রয়েছে। এই শিল্পে প্রবৃদ্ধির হার ১৪ শতাংশ।'

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের উপস্থিত আরও জোরদার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আদিলুর রহমান খান বলেন, 'আন্তর্জাতিক মঞ্চে আমাদের উপস্থিত আরও জোরদার হয়েছে। মেলার মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্যকে দেশিয় ও আন্তর্জাতিক বাজারে প্রসারে ভূমিকা রাখবে।'

মেলার মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্যকে দেশিয় ও আন্তর্জাতিক বাজারে প্রসারে ভূমিকা রাখবে বলে জানান।

এসএস