অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি উদাসীন: আসাদুজ্জামান ফুয়াদ

অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি উদাসীন: আসাদুজ্জামান ফুয়াদ
রাজনীতি
দেশে এখন
0

অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি উদাসীন মন্তব্য বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ (বুধবার, ১৬ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা-বরিশাল সড়ক ছয় লেনে উন্নতকরণসহ বরিশাল অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বরিশাল সোসাইটির এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি উদাসীন। যে রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে তা পালন করতে তারা ব্যর্থ হয়েছে ‘

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে এস আলমসহ বড় বড় লুটেরাদের গ্রেপ্তার করা হয়নি।’

সারাদেশে উন্নয়নের যে ন্যায্যতা থাকার কথা ছিলো তা কখনো পূরণ হয় নি মন্তব্য করে তিনি বলেন, ‘প্রয়োজনে বাজেট সমন্বয় করে পদ্মা সেতুর সাথে ৬ থেকে ৮ লেনের সড়ক নির্মাণের যে মহাপরিকল্পনা হয়েছিলো তা বাস্তবায়ন করতে হবে।’

কুয়াকাটাকে পর্যটন হাবে পরিণত করার জন্য কাঠামোগত পরিবর্তন সহ সারাদেশের কৃষি অর্থনীতি ঠিক করতে কৃষি ঋণ মওকুফ করার দাবিও তোলেন তিনি।

এএইচ