শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি)
এখন জনপদে
1

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নড়িয়া প্রধান সড়কের থানা ও পশু হাসপাতালের মাঝামাঝি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম এরশাদ খাঁ। তিনি নড়িয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মেছের খাঁর ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে ঘন কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কুয়াশাজনিত দৃষ্টিসীমা সংকুচিত হওয়ায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।’

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল। এসময় পাশ দিয়ে একটি ট্রলি চলে আসায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে মোটরসাইকেলটি সরাসরি ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই এরশাদ খাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করলেও চালক কৌশলে পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এসএস