‘হাসিনার মতো ফ্যাসিবাদের উদ্ভব হলে তাদের তাড়ানোও ওয়ান-টু'র ব্যাপার’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
রাজনীতি
দেশে এখন
0

হাসিনার মতো অন্য কোনো ফ্যাসিবাদের উদ্ভব হলে তাদের তাড়ানোও ওয়ান-টু'র ব্যাপার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ (শুক্রবার, ১৮ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ গুম হওয়া সকল নেতাকর্মীদের অবিলম্বে সন্ধানের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘হাসিনার মতো অন্য কোনো ফ্যাসিবাদের উদ্ভব হলে তাদের তাড়ানোও ওয়ান-টু'র ব্যাপার।’ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে দুদু বলেন, ‘আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করেছি, ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই। এটাই এখন পর্যন্ত বিএনপির স্ট্যান্ড।’

নেতাকর্মীদের অপহরণের দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করি করেন দুদু। বিএনপি যাতে ভোটের মধ্য দিয়ে জনসমর্থন নিয়ে ক্ষমতায় যেতে না পারে, সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যে অনতিবিলম্বে রোডম্যাপ ঘোষণা করেন।’

এ সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন মন্তব্য করে দুদু বলেন, ‘বাংলাদেশে এখন যে অবস্থা দাঁড় করানো হয়েছে, তাতে আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে।’

এএইচ