আজ (শুক্রবার, ১৮ এপ্রিল) রাজধানীর গুলশানে এজওয়াটার গ্যালারীতে ফ্যাশন ডিজাইনার মাহীন খানের একক শিল্পকর্ম প্রদর্শনীতে যোগ দিয়ে পরিবেশ উপদেষ্টা আরো বলেন, 'রাজনীতি নিয়ে ভিন্নমত থাকলেও গান, চিত্রের মতো শিল্পগুলো সবাইকে আনন্দ দেয়।'
বৈশাখ উদযাপনের এ আয়োজনে তুলে ধরা হয় লোকজ ও প্রান্তিক জনপদের ঐতিহ্য ধারণ করে হাতে তৈরি শাড়ি। সুঁই সুতোর বুননে যেখানে ফুটে উঠেছে গ্রামীণ লোক কথা ও আধুনিকতার মেলবন্ধন।
মনোজ্ঞ ফ্যাশন শো এর মধ্যদিয়ে শেষ হয় তিনদিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী আয়োজন।