‘শুধু দেশের ব্যবসায়ী নয় প্লাস্টিক পণ্য নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়েরও বাধা রয়েছে’

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

শুধু দেশের ব্যবসায়ী নয় প্লাস্টিক পণ্য নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়েরও বাধা রয়েছে। বিশ্বব্যাপী বহু কর্মসংস্থান পেট্রোলিয়াম কেন্দ্রিক হওয়ায় প্লাস্টিক নিষেধাজ্ঞা কার্যকর সহজ নয় বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আজ (১৯ এপ্রিল) প্লাস্টিক দূষণ রোধে করণীয় ও পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।

এসময় উপদেষ্টা আরো বলেন, ‘বহুল ব্যবহারের কারণে রাতারাতি বাজার থেকে প্লাস্টিক তুলে দেয়া সম্ভব নয়৷ বিকল্প তৈরির মধ্যদিয়ে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।’

পাটের ব্যাগ আরো সস্তা করতে পাট মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করছে পরিবেশ মন্ত্রণালয়। উৎপাদন বাড়িয়ে ভর্তুকি মূল্যে বাজারে সরবরাহ করা হবে পাটের ব্যাগ।

এছাড়া স্ট্র, কটন বাড ও সসের প্যাকেজিংয়ে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার কথাও জানানা রিজওয়ানা হাসান। পরিবেশ বিপন্নকারী প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা।

সেজু