কাতার ও রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
দেশে এখন
0

কাতার সফর ও ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ইতালির রোম থেকে ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ২৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৩টায় ঢাকায় পৌঁছান বলে জানিয়েছে প্রেস উইং।

গেল ২৫ এপ্রিল কাতার থেকে ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যান প্রধান উপদেষ্টা। গত শনিবার (২৭ এপ্রিল) সেন্ট পিটার্স স্কয়ারে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন।

আরো পড়ুন:

এছাড়াও গতকাল অধ্যাপক ইউনূসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাদ।

এর আগে (শুক্রবার, ২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) ভ্যাটিকান শহরের উদ্দেশে কাতার ত্যাগ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান।

আরো পড়ুন:

এর আগে, আর্থানা সম্মেলনে যোগ দিতে গত ২১ এপ্রিল কাতার যান অধ্যাপক ইউনূস।

এসএস