জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন, গেজেট প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন
দেশে এখন
0

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার, আহতদের পুনর্বাসন ও গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার। আজ (সোমবার, ২৮ এপ্রিল) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে সরকার।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গত ১২ ডিসেম্বরের সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ৬ জানুয়ারি বিকেলে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে বলে জানিয়েছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।

এছাড়া ২০২৪ সালের ২৮ ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সেজু