আজ (মঙ্গলবার, ২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনে পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘স্বৈরাচার সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করায় সব ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। স্বৈরাচারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীকে ব্যাপকভাবে জনরোষের মুখে পড়তে হয়েছে।’
তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে জনগণের সঙ্গে পুলিশের যে দূরত্ব তৈরি হয়েছে, তা কমিয়ে আনাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
এ সময় নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশকে শক্তিশালী ভূমিকায় দেখতে চায় দেশের মানুষ, এমনটা জানান প্রধান উপদেষ্টা।
চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এ তথ্য ফের জানিয়ে আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করিয়ে দেন তিনি।
নির্বাচনে সকল প্রার্থীর প্রতি সমান আচরণ করতে পুলিশের প্রতি আহ্বান রেখে অধ্যাপক ইউনূস বলেন, ‘নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে।’
তিনি বলেন, ‘দেশ একটা যুদ্ধাবস্থায় আছে। রাজপথের যেকোনো আন্দোলনে পুলিশকে ধৈর্যের পরিচয় দিতে হবে।’
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।