এমআরটি-১ প্রকল্প: প্রগতি সরণির বিকল্প সড়ক যাচাই করলো ডিএনসিসি

এমআরটি-১ প্রকল্প
দেশে এখন
0

এমআরটি-১ প্রকল্পের নির্মাণকাজ ঘিরে রাজধানীর প্রগতি সরণির বিকল্প তিনটি সড়কের সম্ভাব্যতা যাচাই করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। জনদুর্ভোগ লাঘবে সব পক্ষের সঙ্গে আলাপ শেষে দ্রুততম সময়ের মধ্যে বিকল্প সড়ক চালুর আশ্বাস দেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

আজ (শনিবার, ৩ মে) সকালে রাজধানীর কুড়িলে বিকল্প সড়ক পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক।

মোহাম্মদ এজাজ বলেন, ‘প্রগতি সরণিতে জনভোগান্তি কমাতে পূর্বাচল ৩০০ ফিট সড়ক থেকে তিনটি বিকল্প সড়ক নির্মাণ করা হবে। এক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষ, রাজউক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলে নির্মাণকাজ শুরু হবে।’

বসুন্ধরা বা স্বদেশ আবাসন কর্তৃপক্ষের সরকারি সড়কে গাড়ি চলাচলে বাধা দেয়ার এখতিয়ার নেই বলেও জানান ডিএনসিসি প্রশাসক।

এর আগে, ২০২৪ সালে শুরু হয় ৩১.২৪ কিলোমিটার বিস্তৃত এমআরটি-১ প্রকল্পের দু’টি লাইনের কাজ। রাস্তা খোঁড়াখুড়ি করে কাজ চলমান থাকায় প্রগতি সরণিতে প্রতিদিনই তৈরি হয় সীমাহীন যানজট।

সেজু