রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না: আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল
দেশে এখন
0

রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ (মঙ্গলবার, ৬ মে) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইতালির সাথে অভিবাসন বিষয়ে সমঝোতা স্মারক সাক্ষর হয়। এ সময় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না।’ এসময় তিনি ভিন্নমত প্রকাশে সহনশীলতার পরিচয় দেয়ার আহ্বান জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘শুধু নারী কমিশনের প্রস্তাব নয়, সকল কমিশনের প্রস্তাব নিয়ে ভিন্নমত রয়েছে। কোনো কমিশনের প্রস্তাবনায় অত্যন্ত বিদ্বেষমূলক প্রতিক্রিয়া দেখানো হয়েছে।’

আইন উপদেষ্টা বলেন, ‘দেওয়ানি কার্যবিধি আইনের সংশোধন করায় এখন থেকে মামলার সময় অর্ধেকে কমে যাবে। মৌখিক শুনানি ছাড়াই মামলা দাখিল করা যাবে।’

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, ‘বৈধ অভিবাসন বাড়াতে এই প্রথম বাংলাদেশ ও ইতালির মধ্যে কোনো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো। নিয়মিত এবং অনিয়মিত দুই ক্যাটাগরিতে ইতালি কর্মী।’

উপদেষ্টা বলেন, ‘ইতালির ভিসা সহজ করা, চাকরির সুযোগ বাড়ানো, প্রবাসীদের ভোগান্তি নিরসন এবং শিক্ষার্থীদের বৃত্তি বাড়ানোসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে।’

এএইচ