বৈধ অভিবাসন বাড়াতে ইতালির সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই

ইতালির সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই
দেশে এখন
0

বৈধ অভিবাসন বাড়াতে ইতালির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার, ৬ মে) সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়। এর ফলে এখন থেকে নিয়মিত-অনিয়মিত দুই ক্যাটাগরিতেই ইতালি যাওয়ার সুযোগ মিলবে।

পরিবার পরিজনের জন্য বাড়তি আয়ের কথা ভেবে যারা বিদেশে পাড়ি জমান, তাদের অন্যতম লক্ষ্য থাকে ইউরোপের দেশগুলোতে যাওয়ার। আর এ চেষ্টায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কখনও কখনও দুনিয়া থেকেই চিরবিদায় নিতে হয় অনেককে।

সাগর পাড়ি দিয়ে যারা ইউরোপে পাড়ি জমান তাদের বড় একটি অংশ আশ্রয় নেন ইতালিতে। গেল বছর ১২ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী যান দেশটিতে। এভাবে ইতালিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সচ্ছল জীবনের হাতছানি আর দালালদের প্রলোভনে ভিটেমাটি বিক্রি নয়তো সুদে টাকা নিয়ে অবৈধভাবে সাগরপথে ইতালি এসে এখন দিশাহারা এসব প্রবাসী। ঘটেছে আত্মহত্যার মতো ঘটনাও।

তাই অবৈধ এসব পন্থা বন্ধ করে বৈধ অভিবাসন বাড়ানোর লক্ষ্যে ইতালির সঙ্গে প্রথম কোনো সমঝোতা স্মারক সই করলো বাংলাদেশ। এ বিষয়ে মঙ্গলবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অভিবাসন বিষয়ে সমঝোতা স্মারক সই করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ফলে এখন থেকে নিয়মিত ও অনিয়মিত দুইভাবেই বৈধপথে ইতালি যেতে পারবেন বাংলাদেশিরা।

এসময় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি জানান, বাংলাদেশ-ইতালি সম্পর্ক দীর্ঘদিনের। এই সমঝোতা স্মারকের ফলে দুই দেশের বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে।

অন্যদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, ইতালির ভিসা সহজ করা, দেশটিতে চাকরির সুযোগ বাড়ানো, প্রবাসীদের ভোগান্তি দূর করা ও শিক্ষার্থীদের স্কলারশিপ বাড়ানোসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উল্লেখ রয়েছে সমঝোতা স্মারকে। সেইসঙ্গে, অভিবাসনের দিক দিয়ে বাংলাদেশকে ইতালি সরকারের ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দেয়ার জন্যও দেশটির প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।

ড. আসিফ নজরুল বলেন, ‘এই যে অবৈধ পথে আমাদের অবৈধ অভিবাসীরা গিয়ে প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো সেখানে বৈধ পারিশ্রমিক পেতো না। মাঝে মাঝে গ্রেপ্তার হতো, চলে আসতে হতো। এসমস্ত যন্ত্রণা আশা করি উপশম হবে আমাদের বৈধ যাওয়ার পথ খুলে গেলে। আমি উনাদের বুঝিয়েছি যে আমাদের জন্য যত বেশি বৈধভাবে শ্রমিক নেবে তত অন্যভাবে যাওয়ার আগ্রহটা মানুষের কমে যাবে।’

এছাড়া অ্যাম্বাসির ফাইলগুলো যেন দ্রুত কার্যকর হয় ও ইতালিতে যারা বাংলাদেশি ছাত্র রয়েছেন, তাদের ভিসা প্রক্রিয়া যেন সহজ হয় সে বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা।

ইতালিতে বর্তমানে দুই লাখেরও বেশি বাংলাদেশি বৈধভাবে বাস করছেন। এছাড়াও অবৈধভাবে দেশটিতে আছেন ৩০ হাজারের বেশি।

এসএস