অংশীজনদের পরামর্শ নিয়ে দেশকে এগিয়ে নেয়ার তাগিদ সেনাপ্রধানের

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
দেশে এখন
0

জাতীয় নিরাপত্তা রক্ষায় অংশীজনদের পরামর্শ নিয়ে দেশকে এগিয়ে নেয়ার তাগিদ দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে আজ (বৃহস্পতিবার, ৮ মে) তিন সপ্তাহের স্ট্র্যাটিজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপ্টেন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এই তাগিদ তিনি।

এ সময় সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলায় কৌশলগত নেতৃত্বে জোর দেন সেনাপ্রধান।

তিনি বলেন, ‘দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য একটি স্বনির্ভর ও দক্ষ জাতি গঠন করতে হবে।’

কোর্স সমাপনীতে ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। প্রশিক্ষণের এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক ও কর্পোরেট প্রতিনিধিসহ মোট ৩২ জন ফেলো অংশ নেন।

সেজু