জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আজ (বৃহস্পতিবার, ৮ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। স্নিগ্ধ এখন থেকে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৬০ কোটি টাকা অনুদানের মধ্যে ১০১ কোটি টাকা শহীদ ও আহত পরিবারকে দেয়া হয়েছে।