ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘রোহিঙ্গা শিবির বা অর্থনৈতিক অঞ্চলগুলো জীববৈচিত্র্য ধ্বংস করছে।’
রিজওয়ানা হাসান বলেন, 'অর্থনৈতিক কর্মকাণ্ডের ভারে জীববৈচিত্র্যের এখন জরাজীর্ণ অবস্থা। ফলে নদী, জলাশয় এবং জীববৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে উন্নয়ন কাজ করতে হবে। একই সঙ্গে তিনি দেশের প্রতিটি এলাকাকে পরিকল্পনার আওতায় আনার বিষয়ে দৃষ্টিপাত করেন।'
তবে এই পরিকল্পনা শুধু একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নয় বরং সকল মন্ত্রণালয়কে এ ব্যাপারে সচেতন হতে হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা।