বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

আওয়ামী লীগের লোগো, আসিফ নজরুল
দেশে এখন
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ (শনিবার, ১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। বৈঠক শেষে তাৎক্ষণিক ব্রিফিং করেন আইন উপদেষ্টা।

ব্রিফিংয়ে আজকের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে নেয়া বিভিন্ন সিদ্ধান্তের বিষয় তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন।

আসিফ নজরুল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।’

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এর পাশাপাশি তিনি জানান, উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

আরো পড়ুন:

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় রাত আটটার দিকে উপদেষ্টা পরিষদের সভা শুরু হয়। সভা শেষে যমুনার সামনে রাত ১১টার দিকে ব্রিফিংয়ের জন্য আসেন উপদেষ্টা আসিফ নজরুল।

তবে ব্রিফিংয়ে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। লিখিত বক্তব্য শেষ করে চলে যান।

এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধে ‘এক ঘণ্টার আল্টিমেটাম’ নিয়ে রাত ৯টা থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যানারে থাকা ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’।

বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো। সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না।

এসএস