আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে আনন্দ মিছিল-উল্লাস

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে বিজয় মিছিল
দেশে এখন
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এ ঘোষণার পর পরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’। আজ (শনিবার, ১০ মে) রাত ১১টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ ঘোষণা দেয়ার পর তারা বিজয় মিছিল বের করেন।

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পর পরই হোটেল কন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয়া আন্দোলনকারারী আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এর পরই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত।

শাহবাগ মোড় থেকে আনন্দ মিছিলে শোডাউনসহ অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ইনকিলাব মঞ্চ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও ছাত্র-জনতা।

এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় চট্টগ্রামে মধ্যরাতে উল্লাসে নামেন সেখানকার ছাত্র-জনতা। নিষিদ্ধের ঘোষণা আসার সঙ্গে সঙ্গে ষোলশহর বিপ্লব উদ্যান, ২ নম্বর গেট মোড়সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল শুরু হয়। সড়কে নেমে আসেন নারী, পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরো পড়ুন:

এ সময় মিষ্টি বিতরণ করতে দেখা যায় অনেককে। বিপ্লব উদ্যান থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য মঞ্চের মিছিলটি ষোলশহর স্টেশন এসে শেষ হয়। এ সময় গণহত্যা, গুম, খুনে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র দেয়ার দাবি জানান তারা।

আওয়ামী নিষিদ্ধের ঘোষণায় আনন্দ মিছিল হয়েছে ফেনীতে। রাত সাড়ে ১১টার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে আনন্দ মিছিল করে বৈষম্যবিরোধী, এনসিপিসহ ছাত্র-জনতা। ট্রাংক রোডে মিছিল করে জামায়াত ও শিবির।

এসএস